চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সেই বৃদ্ধের নাম নজির হোসেন (৬৮)। নজির হোসেন হঠাৎপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ভালাইপুর হঠাৎপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পাশ্ববর্তী ভালাইপুর বাজারে যাচ্ছিলেন নজির হোসেন। এ সময় চুয়াডাঙ্গা শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর