“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”এই শ্লোগান কে সামনে নিয়ে ৬-৮ সেপ্টেম্বর নাটোরের লালপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
বৃহষ্পতিবার সকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী প্রমূখ। এছাড়াও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন