কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শুক্রবার সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করেছে। এর আগে বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সারাদিন এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক থাকায় পদ্মা শান্ত রয়েছে। শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ঝড়ো হাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠে। সকাল পৌনে দশটার দিকে মাঝ পদ্মায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে। সারাদিনেও পদ্মার ঢেউ না কমায় বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। সাধারণ যাত্রীরা ফেরিতে করে পদ্মা পার হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ