পটুয়াখালীর কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান তৃতীয়বারের মত সম্মাননা পেয়েছেন। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এ সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকালে পটুয়াখালী পুলিশ সুপার মো. মইনুল হাসান এ সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। এসময় পুলিশের বিভিন্ন উপজেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলাপাড়া থানায় তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ‘কমিউনিটি পুলিশিং’ এ প্রশংসনীয় ভূমিকা রাখায় তিনি এ উপজেলায় তৃতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এসআই নাজমুল হাসান এই সম্মাননা পাওয়ায় কলাপাড়া থানার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম