সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্যরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল