Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১২:৫৫

ফরিদপুরে পুলিশি অভিযানে আটক ২৪

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে পুলিশি অভিযানে আটক ২৪
প্রতীকী ছবি

ফরিদপুর জেলায় পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ২৪ জন আটক হয়েছে। শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা, ৮০ বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ৭ জন, সিআর মামলায় ৭ জন, মাদকসেবী ও বিক্রেতা ৯ জন, নিয়মিত মামলায় ১ জন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। 

জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৮/হিমেল


আপনার মন্তব্য