ঝিনাইদহের মহেশপুরে ৮ কেজি ২শ’ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবা পুলিশ ফাঁড়ির এএসআই ইসমাইল হোসেন রবিবার রাত সাড়ে ৭টার দিকে ভৈরবার বটতলার মোড় থেকে উপজেলার রায়পুর গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমানকে ৮ কেজি ২শ’ গ্রাম গাজাসহ আটক করে।
এ ঘটনায় রাতেই মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি রাশেদুল আলম।
বিডি প্রতিদিন/কালাম