আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) মুফতি আব্দুল মতিন, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) ইউনুস আলী, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আব্দুল মোত্তালিব, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) মাওলানা আব্দুল জলিল ও পাবনা-৫ (সদর) আসন থেকে অধ্যাপক আরিফ বিল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি প্রতিদিন/কালাম