পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড। সোমবার সকালে এমভি নবনিতা নামের একটি লঞ্চ যোগে মৌডুবী থেকে গলাচিপায় এই মাছ নেয়া হচ্ছিল। কোস্টগার্ড’র সদস্যরা ওই লঞ্চে অভিযান চালিয়ে ককসেট বোঝাই জাটকা জব্দ করে। অভিযানের টের পেয়ে পাচারকারীরা সরে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উপজেলার রাবনাবাদ নদীর মোহনা থেকে জব্দকৃত ওই মাছ বিভিন্ন এতিমখানাসহ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, পায়রা বন্দর কোস্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পায়রা বন্দর কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা