'উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য- প্রচার ও প্রসারে গণমাধ্যমকর্মীদের ভূমিকা' শির্ষক সেমিনারের আয়োজন করেছে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি। আজ সোমবার সন্ধ্যায় ভোলা জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদাউস আহমেদ।
সেমিনারে ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার মো. খাইরুল ইসলাম লিগ্যাল এইড'র যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। এ সময় তিনি জানান, ২০১৮ সালে ভোলা জেলায় লিগ্যাল এইড থেকে ২৮৮ জন সেবাপ্রার্থীকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে, ভোলা প্রেসকাবের আহ্বায়ক আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন প্রমুখ।
এ সময় বক্তবারা দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কাছে সরকারি আইনি সেবা প্রদানের বিষয়টি ব্যপক প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার