ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এআইএম আনিচ উদ্দিন সেরনিয়াবাতের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার শেরাল গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে ডা. দেবব্রত পাল, ডা. নাসির উদ্দিন, ডা. রবিউল ইসলাম, ডা. এসএম মাহবুব, ডা. মাজহারুল রশীদ (মিলন), ডা. খোদেজা বেগম ঝুমি, ডা. শাহ তাহমিনা সিদ্দিকাসহ ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহস্রাধিক রোগীকে চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন।
চিকিৎসাসেবা ক্যাম্প এর সার্বিক সহায়তায় ছিলেন কর্নেল এটিএম মেসবাহ উদ্দিন সেরনিয়াবাত (অব.), কর্নেল এটিএম মহি উদ্দিন সেরনিয়াবাত (অব.) এম. কামাল সেরনিয়াবাত শান্ত ও লিটন সেরনিয়াবাত।
বিডি প্রতিদিন/হিমেল