বগুড়ার কাহালু বাজারকে ফরমালিনমুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান।
ফরমালিনমুক্ত মাছ বাজার ঘোষণার পর ৭ দিনব্যাপী মাছ ও মুরগীর মাংস বিক্রয় মেলার উদ্বোধন করেন তিনি।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ইরিনা মৌসুমী, উপজেলা মৎস্য সম্প্রসারন অফিসার মোছাঃ রাইহাতুন নাহার, সহকারি উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আব্দুর রশিদ, বিতারুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সভাপতি শাহাদত আলী মন্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মন্ডল, আকন্দ মৎস্য আড়ৎ এর প্রোপ্রাইটর মাহবুবুর রহমান আকন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যবসায়ীরা জানান, তারা তাজা মাছ বিগত সময়ে এখানে বিক্রি করেছেন ভবিষ্যতেও তারা সেই ধারা অব্যহত রাখবেন।
বিডি প্রতিদিন/হিমেল