সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বাঁশবাড়িয়ায় সুমন শীল (৩০) নামে এক যুবককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। সে বাঁশবাড়িয়া গ্রামের মৃত নিমাই শীলের ছেলে ও স্থানীয় খুকনী বাজারের সেলুন কারিগর। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সুমনের ভাই পরিতোষ শীল জানান, সুমন শীল খুকনী বাজারের সেলুনে কাজ করতো। দুপুরে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া নতুন পাড়া জনশূন্য এলাকায় দুর্বৃত্তদের তাকে গলা কেটে ফেলে চলে যায়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাখাজা গোলাম কিবরিয়া জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত একটি কুপ থেকে মোতালেব (১৬) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার চর ধুলগাগরাখালি এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করা হয়। সে মাতালেব ওই গ্রামের আলমের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সোমবার রাত থেকে নিখোঁজ ছিল মোতালেব। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশের পরিত্যক্ত কুপে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার