টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের বিবদমান দু’পক্ষের সংঘর্ষের জের ধরে দিনাজপুরের পার্বতীপুরের শহীদ মিনার সংলগ্ন মসজিদে তাবলিগ জামাতের সমর্থকদের মধ্যে পিতা-ছেলেসহ উভয় পক্ষের তিন জন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুরের শহীদ মিনার সংলগ্ন মসজিদে তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা যোবায়ের আহমেদের সর্মথকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাদ সর্মথক নুরনবী (৫৫) পার্বতীপুর শহরের আবাসিক লাকি বোডিং এর মালিক, আকতার হোসেন (৬৫) ও তার ছেলে মাওলানা যোবায়ের আহমেদের সর্মথক যোবায়ের হোসেন (২৬)।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সংঘর্ষের ঘটনায় এখনও কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার