টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী ও আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করে তাবলীগ জামাত। বিক্ষোভে প্রায় এক হাজার আলেমদের অংশ গ্রহণে আলফাডাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা উপজেলা নিবার্হী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
অপরদিকে বোয়ালমারী মারকাজ মসজিদের ইমাম মুফতি জুনায়েদ হোসাইন ও ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেন তাবলীগ জামাত। বিক্ষোভ শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নিকট সকাল সাড়ে ১২টায় স্মারকলিপি পেশ করেন সুরাহ গ্রুপ।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব