চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তের তারাপুর মাঠ থেকে তিনটি ওয়ান সুটার পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাত ২টার দিকে সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাসুদপুর বিওপি এলাকায় থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাসুদপুর বিওপি এলাকায় তারাপুর মাঠ এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তি একটি অস্ত্রের চালান ভারত হতে বাংলাদেশে আনছে এমন সংবাদ পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম ও চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ারের নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই মাঠের জঙ্গল থেকে তিনটি ওয়ান সুটার পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন