বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানান, রাতে কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষণের মধ্যে কুকার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ডাক চিৎকারে লোকজন আসতে আসতে আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতেই ৩টি ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের সকল মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার