বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ২১৭০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার নয়া পাড়া ইউনিয়নের নজীর মেম্বার পাড়ায় মৃত গোলাম নবীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তার ছেলে মো. ইদ্রিস (২২) কে আটক করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম।
জানা যায়, ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর জামান এর নেতৃত্বে একটি সেনা টিম নয়া পাড়া ইউনিয়নের নজীর মেম্বার পাড়ায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরসহ পুলিশের একটি টিমও সেনাবাহিনীর অভিযানে যুক্ত হয়। পরে তারা মো. ইদ্রিসকে ২১৭০ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ বলেন, ২১৭০ পিস ইয়াবাসহ আটক মো. ইদ্রিস থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন