বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে বেনাপোল সীমান্তের বড়আচড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন (পিবিজিএম) জানান, ভারত থেকে হিরোইন এনে যশোর নেওয়া জন্য বেনাপোল বড় আচড়া প্রাইমারি স্কুলের পাশে অবস্থান করছে মাদক ব্যবসায়ীর এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, আইসিপি বিজিবি ক্যাম্প হেরোইন উদ্ধার করেছেন যা ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা