চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোটের দুইদিন আগে বিএনপির ৫০ নেতাকর্মী দলত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে নাচোল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন নাচোল সদর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৬নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গাফ্ফারসহ ৫০ নেতাকর্মী।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত