ফরিদপুরের ভাংগা বাজার এলাকা থেকে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, অস্ত্রসহ লুৎফর মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত লুৎফর মোল্লা ভাংগা উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
অভিযানে আটকের পর লুৎফর মোল্লার কাছ থেকে দুইটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লুৎফর ভাংগা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী এলাকার মৃত গিয়াস মহুরীর ছেলে।
ফরিদপুর ডিবি পুলিশের ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, একটি চক্র অস্ত্র ও ইয়াবার বড় একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ভাংগা বাজারের চালপট্রি এলাকায় অভিযান চালিয়ে লুৎফর মোল্লাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত লুৎফর মোল্লার রাজনৈতিক পরিচয় তারা জানেন না বলে জানান।
ছাত্রলীগের সভাপতি অস্ত্র ও মাদকসহ আটকের ঘটনায় এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, লুৎফর মোল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাব, ডিবিতে একাধিক অভিযোগ দিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা।
ডি-প্রতিদিন/সালাহ উদ্দীন