কিশোরগঞ্জে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার যশোদল বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত কতিপয় সন্ত্রাসী প্রায়ই যশোদল বাজারে উশৃঙ্খল আচরণ করে থাকে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের ওপরও হামলা করে। গত সোমবার সন্ধ্যার পর যশোদল বাজারের ব্যবসায়ী শাহ নজরুলের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তাকে বেদম মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার দাবিসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার