ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এবং চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ বাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চট্রগ্রামে যাওয়ার পথে ভোলার ইলিশা ফেরিঘাটে যাত্রীবাহী বাস থেকে নামার সময় অপর একটি ট্রাকের ধাক্কায় তুহিন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। তুহিনের বাড়ি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল হক।
অপরদিকে, দুপুর ১২টার দিকে চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ এলাকার জাসিমের ছেলে মামার বাড়ি যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্র শাহিন (১৫) ট্রাক চাপায় নিহত হয়।
এদিকে, নিহতের মৃতদেহ উদ্ধারের পর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব