ফরিদপুরের নগরকান্দায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দহিসারা গ্রামের মৃত আসমোত মোল্যার ছেলে শাহাদাত হোসেন মোল্যাকে (৪৫) দুপুরে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি তাদের বাড়ির পাশের পিয়াজের জমিতে যায়। এ সময় একই গ্রামের শাহাদাত হোসেন মোল্যা শিশুটিকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শাহাদাত দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে শিশুটির পিতাকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিক্তিতে পুলিশ শাহাদাতকে আটক করে।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। শাহাদাতকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার