‘ভোটার হব, ভোট দেব’ শ্লোগান নিয়ে বরিশালে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউস চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোশারেফ হোসেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা ১৮ বছর বয়স থেকে সকল নাগরিককে ভোটার হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন