চাঁদপুরের শাহরাস্তিতে বাস-সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক স্বপন গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকড়া গ্রামের রনজিত মজুমদার (৫২), কচুয়ার ফখরুল ইসলাম (৭৫), শাহরাস্তির শাহপুর গ্রামের আবুল কালাম (৬০), কচুয়ার ভবানিপুরের মা জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান (৮) ও শাহরাস্তী মৎস্য অফিস সহকারি শাহজাহান আলী (৪৫)।
শাহরাস্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম দুর্ঘটনা স্বীকার করে বলেন, এই ঘটনায় এখানো বাস চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ময়না তদন্ত করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন