চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. শান্তি (৩০) নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শান্তি একই উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আছির উদ্দিনের ছেলে।
নিহতের মামা আক্তার হোসেন জানান, মো. শান্তি শ্বশুর বাড়ি দামুড়হুদার রামনগর গ্রাম থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় আসছিলো। পথে চুয়াডাঙ্গা-মেহেরপুর প্রধান সড়কে পৌঁছালে মেহেরপুরগামী একটি ট্রাকের সামনে পড়েন তিনি। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, মো. শান্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেয় হয়। রাজশাহী নেয়ার প্রস্তুতি চলাকালে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম