সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পুকুর থেকে গোলাম মোস্তফা (৩০) নামে এক ইটভাটার ভেকু চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কুমাজপুর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলাম মোস্তফা একই থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি তন্ময় ব্রিকসের ভেকু চালক ছিলেন।
নিহতের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, গোলাম মোস্তফা গত দু'দিন আগে থেকে বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় যায়। তারপর থেকে সে নিখোঁজ। অনেক সন্ধান করেও কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। এদিকে সকালে তার লাশ তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন