ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী রাহুল সরকার (১৬) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাত ১টার দিকে নিহত রাহুলের ভগ্নিপতি প্রহল্লাদ সরকারকে (৪৫) গ্রেফতারের পর হত্যার রহস্য উম্মোচিত হয়।
প্রহল্লাদ সরকার উপজেলা চাতলপাড়ের কৈরল কোপার মৃত রাজ গোবিন্দের ছেলে ও বাঘি গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।
গত ১৪ এপ্রিল মধ্যরাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রাম থেকে রাহুল সরকারের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের যোগেন্দ্র সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাতে দোকান বন্ধ করে ফেরার পথে নিখোঁজ হন রাহুল। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে রাহুলের দোকানের পার্শ্ববর্তী ডোবার পাড়ে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের মামা দ্বীজেন্দ্র বিশ্বাস বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শনিবার মধ্যরাতে সন্দেহভাজন রাহুলের আপন ভগ্নিপতি প্রহল্লাদ সরকারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং এতে আরও দুইজন জড়িত থাকার কথা জানান।
পুলিশ আরও জানায়, প্রহল্লাদ সরকার কিশোরগঞ্জের ভৈরবে সজিব ব্রিক ফিল্ডে (ইটভাটা) কাজ করেন। ঘটনার ১৫/২০ দিন পূর্বে ব্রিক ফিল্ড হতে বাড়িতে আসেন তিনি। ঘটনার চার দিন পূর্বে প্রহল্লাদ শ্যালক রাহুলের কাছে দুই হাজার টাকা ধার চান। রাহুল টাকা না দিয়ে উল্টো গালমন্দ করলে প্রহল্লাদ ক্ষুব্ধ হন। স্থানীয় আরও দুইজনের সঙ্গে যোগাযোগ হয় প্রহল্লাদের। তারাও রাহুলের কাছে টাকা ধার চাইলে গাল মন্দ করেন তিনি। তিনজন মিলে রাহুলকে হত্যার সিদ্ধান্ত নেয়। ১৩ এপ্রিল রাত ১১টায় রাহুল দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় তিনজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। রাহুলের লাশ যোগেন্দ্র সরকারের পুকুরের পাড়ে ফেলে যে যার মত চলে যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রহল্লাদ সরকার। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/কালাম