'বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান' স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এবং জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জোবদুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম