চাঁদপুরের হাইমচর চরপোড়ালিয়া এলাকায় জেলেদের হামলায় মেঘনায় ডুবে নিখোঁজ পুলিশ সদস্য মোশারফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার উপজেলার শেষ প্রান্তে চরভৈরবী ইউনিয়নের বাবুরচর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার মানুষ নদীতে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইমচর থানায় নিয়ে আসে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসিন আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম