বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান- প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার শরীয়তপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, মেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালন করা হয়। জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আল মামুন শিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুঞ্জুরী, সিভিল সার্জন ডাঃ খলিলুরর রহমান, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. জহিরুলর ইসলাম, পিপি এ্যাডভোকেট মির্জা হজরত আলী, জিপি এ্যাড. আলহাজ্ব আলমগীর হোসেন মুন্সী।
বক্তারা বলেন, সাধারণ মানুষ সচেতন হলে আইনের সহায়তা নিতে হয়রানির শিকার হবে না। আইনের দৃষ্টিতে সকলই সমান এই ধারনা প্রতিটি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইনের সেবা কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করেছে। মানুষ আইনগত সমস্যায় পড়লে প্রথমে চেয়ারম্যান তারপর থানা ও ইউএনও’র কাছে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা