‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় রবিবার উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পরে অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা সভা ও রক্ত দানসহ নানা কর্মসূচি।
এসময় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রনয় কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী এস্কেন্দার আজম বাবলু, সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম