যশোরের মণিরামপুরে সেচ পাম্পের দখলকে কেন্দ্র করে যাদব সেন নামে এক কৃষক খুন হয়েছেন। তিনি প্রতাপকাটি গ্রামের মৃত সুরেন সেনের ছেলে।
রবিবার সকালে মণিরামপুর উপজেলার ডুমুর বিলে এ হত্যাাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের দুই আত্মীয়কে থানায় নিয়ে যায়।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম এনামুল হক জানান, নিহত যাদব সেন ও তার অপর তিন ভাই পৈত্রিক সূত্রে একটি সেচ পাম্প পান। এটির দখল নিয়েই তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে প্রত্যেক ভাই এক বছর করে পাম্পটি দখলে রাখবেন। সর্বশেষ পাম্পটি মেঝ ভাই মদন সেনের দখলে যায়। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তিনি পাম্পের দখল ছাড়ছিলেন না। বোরো মৌসুম শেষ হওয়ায় সকাল সাতটার দিকে ছোট ভাই যাদব সেন পাম্পটি খুলে আনতে যান। ফেরার পথে তার ওপর মেঝ ভাই মদন সেন, দুই ভাগ্নে সুভাষ দাস ও কানাই দাস অতর্কিতে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই যাদব সেনের মৃত্যু হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ইন্সপেক্টর এনামুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুভাষ ও গোপাল দাসকে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন