টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার স্টেডিয়ামে সকাল ১০টা থেকে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ও ভলিবল উপ-পরিষদের আয়োজনে এবং পুলিশ সুপারের ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় টাঙ্গাইল সদর ও বাসাইল উপজেলা দল অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
টাঙ্গাইল ভলিবল উপ-পরিষদের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
এই প্রতিযোগিতায় জেলার ১২টি উপজেলা ভলিবল দল অংশগ্রহণ করে। এই দলগুলো চার গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে। এরপর প্রতি গ্রুপের সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে। আগামী ৫ মে ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা