কারিগরি বোর্ডের নার্সিং শিক্ষা পরিচালনায় সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিলসহ ৩ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখা।
রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে তারা মানববন্ধন করে। এসময় এ সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন ও বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু হান্নান মজুমদার জাহিদ ও সাধারণ সম্পাদক শ্যামল মিয়া।
বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে দিনাজপুরের আনোয়ারা নার্সিং কলেজ, গ্রীনলাইফ নার্সিং ইনস্টিটিউট, নার্সি ইনস্টিটিউট দিনাজপুর ও কেয়ার নার্সিং কলেজের শত শত নার্সেস স্টুডেন্টরা অংশ নেন।
দাবি তিনিটি হলো- (১) কারিগরি বোর্ডের নার্সিং শিক্ষা পরিচালনায় সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল করা। (২) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের নিবন্ধন ব্যতিত কোনো শিক্ষার্থীকে নার্সিং পেশায় অন্তভূক্ত না করা। (৩) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসব কোর্স অনতিবিলম্বে বন্ধ করা এবং লাইসেন্স পরীক্ষার সময়সূচি অতি দ্রুত ঘোষণা করা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম