“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” প্রতিপাদ্য নিয়ে নাটোরে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান পৌর মেয়র উমা চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন কমিউনিটি ক্লিনিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিনামূল্যের ঔষধে দ্রুত গতিতে মানুষের সেবা দেওয়া সম্ভব হচ্ছে এবং অকালে প্রাণ ঝরে যাওয়া থেকে দেশের মানুষ রক্ষা পাচ্ছে। এই কমিউনিটি ক্লিনিকে সেবার মান আরো বাড়িয়ে জনগণকে চিকিৎসা দুর্ভোগ থেকে পরিত্রাণ করবে।
বিডি প্রতিদিন/হিমেল