সারাদেশে মাদ্রাসার পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে তা দূর করার এখনই মোক্ষম সময়। নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তা আরো সুস্পষ্ট হল বলে মন্তব্য করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম সাইফ উল্লাহ।
রবিবার সকালে নুসরাতের পড়ুয়া সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ভবিষ্যতে মাদ্রাসা পরিচালনা কমিটিতে অশিক্ষিত কোন লোকের ঠাই হবে না। আমি বিশ্বাস করি এধরনের নির্মম ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আমরা ইতোমধ্যে সারাদেশে ৫ সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু করেছি। সিরাজ উদ দৌলার মতো এ ধরনে চরিত্রের শিক্ষকদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। ভবিষ্যতে কোন শিক্ষককে শিক্ষার্থীর বিরুদ্ধে নিপিড়ণের প্রমাণ পাওয়া গেল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন, পরীক্ষা কেন্দ্রের সচিব নুরুল আফছার ফারুকী ও মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
বিডি প্রতিদিন/হিমেল