মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগা্ওঁ ইউনিয়নের কুবজার ও পশ্চিম ভাগ গ্রামে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ১৫-২০টি দরিদ্র কৃষকের বসতঘর। আজ সকালের এই ঝড়ে গাছপালা ভেঙে ক্ষতিগস্ত হয়েছে বিদ্যুতের লাইন।
জানা যায়, রবিবার ভোর রাতে হঠাৎ করে কালবৈশাখীর ঝড় শুরু হয়। এলাকার মানুষ কিছু বুঝে উঠার আগেই লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু কাঁচা বসতঘরসহ গাছপালা।
কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তরা হলেন কুবজার গ্রামের দরিদ্র কৃষক গফুর মিয়া, মিন্টু মিয়া, সিদ্দীক মিয়া, পশ্চিম ভাগ গ্রামের এমদাদুল হক, এনামুল হক, কুতুব মিয়াসহ আনেকেই।
পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সামছুরনুর আজাদ বলেন, ঝড়ের বিষয়টি এখনো জানি না, খোঁজ নিয়ে উপরের মহলে জানাব।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আক্তার বলেন, চেয়ারম্যান সাহেবের সাথে এ নিয়ে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকা করে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল