জেলেদের সমুদ্রে মৎস্য আহরণে নতুন করে ৬৫ দিনের অবরোধ জারি করায় ফুসে উঠেছে বরগুনার মৎস্যজীবীরা। এই অবরোধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, নৌ-র্যালি, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার সকালে বরগুনা, পটুয়াখালী, কলাপাড়া, মহিপুর, বাগেরহাট, স্মরণখোলা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে নৌ ও সড়ক পথে হাজার হাজার মৎস্যজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তরা বলেন, ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন জেলেরা ইলিশ ধরা থেকে বিরত থাকে এর পরে নতুন করে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়ায় প্রায় তিন মাস ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। যা কোন রকমেই মেনে নেওয়া যায় না। এতে করে হাজার হাজার জেলে পরিবারসহ মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পরবে।
সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর নিকট নতুন করে দেওয়া বঙ্গোপসাগরে মাছ ধরার ৬৫ দিনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী, জেলা ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, স্মরণখোলা মৎস্যজীবী সমিতির নেতা সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল