সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে যমুনা নদীর রানীগ্রাম ক্রসবার-১ নম্বর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান,নদীতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। বিকেলে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার