কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্র্ণ ২৪ মণ মিষ্টি ও ১৫ মণ খেজুর ধ্বংস করেছে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোর কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার দিনব্যাপী উপজেলার বড় আজলদী গ্রামে এগারসিন্দুর কোন্ড স্টোরে এই অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন। এ সময় কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহরের মদন গোপাল মিষ্টান্ন ভাণ্ডার এগারসিন্দুর কোল্ড স্টোরে ২৪টি ড্রামে মেয়াদোত্তীর্ণ প্রায় ২৪ মণ মিষ্টি সংরক্ষণ করে। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন রমজান মাসকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ প্রায় ১৫ মণ খেঁজুর সংরক্ষণ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। পরে মেয়াদোত্তীণ মিষ্টি মাটিতে ফেলে বালি দিয়ে নষ্ট এবং মেয়াদোত্তীর্ণ খেজুর আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদত্তীর্ণ মালামাল সংরক্ষণের দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার