রংপুরে নগরীতে প্রথম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের স্বীকার হয়েছে তিন জন শিশুর কাছে। ধর্ষক তিন শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে রংপুর মেট্রেপলিটন হাজির হাট থানায় ২নং ওয়ার্ডের পূর্ব গোয়ালু এলাকায়।
ধর্ষিতার মাতা রিনা বেগম আজ থানায় ওই শিশুদের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাজিরহাট মেট্রেপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরে শিশু ফজলে রাব্বী হৃদয়, (১১) ,জামিল হোসেন (১০) ও সিহাবকে (৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। যেহেতু ধর্ষকের অভিযুক্তরাও শিশু, তাদের বিরুদ্ধে কোন আইনে মামলা হবে তা নিশ্চিত হয়ে মামলা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার