নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি ওষুধের ফার্মেসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অন্যান্য দোকানগুলোতে পরামর্শ ও আইন বিষয়ে সর্তক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুশিয়ারি দেয়া হয়।
রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশে শহরের কালবিাজার ওষুধ ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় অননুমোদিত ওষুধ রাখার অপরাধে রিয়াদ ফার্মাকে ৫ হাজার ও সিবি ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ফার্মেসীগুলোকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার