নারায়নগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক ও ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব-১ প্রেস ব্রিফিংয়ে জানায়, রবিবার র্যাব-১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্প চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীকে (২৮) গ্রেফতার করা হয়। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চনপাড়া পূনর্বাসন এলাকায় চাঞ্চল্যকর খোরশেদ হত্যা, আলোচিত আরজু আক্তার ধর্ষণসহ সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক মামলার আসামি। তার সন্ত্রাসী কার্যকলাপ, চুরি সিন্ডিকেট, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকির কারণে চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় বসবাসকারী সাধারণ জনগন অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত চনপাড়া এলাকায় আধিপত্য বজায় রেখে সন্ত্রাসী মোহাম্মদ আলী তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সাধারণ মানুষ ভয়ে তার অপরাধ কার্যকলাপের বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থাগ্রহণেও সাহস পাচ্ছে না। সন্ত্রাসী আলীর বিরুদ্ধে বিস্ফোরক ও ধর্ষণ মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট জারি হলে সে কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়িয়ে একের পর এক অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার