মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলেক্ষ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব হোসনে আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯ টার দিকেজেলা লিগ্যাল এইডের আয়োজনে জেলা জজের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা জজের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন, জেলা ম্যাজিষ্ট্রেট সায়লা ফারজানা,চীফ জুডিসিলাল ম্যাজিস্ট্রেট এ,এম, জুলফিকার হায়াত, সিভিল সার্জন সেখ বারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রোকেয়া রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, পিপি এড. আবদুল মতিন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড,লাবলু মোল্লা, জেলা আইনজীবি সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, ১ম যুগ্ন জেলা ও দায়রা জজ শরিফুল আলম ভ‚য়া, ২য় যুগ্ন জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভুইয়া, অতিরিক্ত চশ্যাজিষ্ট্রেট আয়শা আক্তার সুমি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: শহিদুল্লাহ চৌধুরী,মুক্তা মন্ডল, পশুপতি বিশ্বাস সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান, মোজাহিদুল ইসলাম, মের ফারুখ,আঞ্জুমানারা আক্তার, অপরাজিতা দাস,আশফাক আহম্মেদ, জেলা লিগ্যাল এই কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ কামরুন্নাহার, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলফাতুল রাকীব, আ¦দুল্লা আল ইউসুফ, সিনিয়র আ্ইনজীবী এড. সোহানা তাহমিনা, এড.মুজিবুর রহমান, এড,আব্দুল মালেক মোল্লা,এড. তোতা মিয়া, এড.আশরাফুল ইসলাম,অতিরিক্ত পিপি এড,অজয় চক্রবর্তী, এপিপি শামসুন্নাহার শিল্পি, জেলার সকল বিচারক ও আইনজীবী বৃন্দ,জেলার বিচারপ্রার্থীগণ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার