ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, রাতে মধুখালী থেকে চার যুবক মোটর সাইকেল নিয়ে মাগুড়ার দিকে যাচ্ছিল। এসময় একই দিক থেকে আসা একটি কাভার্ট ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটর সাইকেলের আরোহী মন্টু বিশ্বাস (২০), সুজন (৩০), বীরেন নাথ অসিত (৩০), যুগন (২৫) গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেবার পর রাত সাড়ে ১১টার দিকে মন্টু বিশ্বাস মারা যায়। নিহত ও আহতদের সবার বাড়ী মাগুড়া জেলায়। এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন