তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলার নিপিড়িত, বঞ্চিত আর অবহেলিত মানুষের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে ৫টি মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ করেছিলেন। তারই অংশ হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসায় নিরলস সেবা দিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষুক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিজির সাবেক রাষ্ট্রদূত লে.জে.এম হারুন-অর-রশিদ বীর প্রতীক (অব.), উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ। চক্ষুক্যাম্পটির আয়োজন করে রোটারী ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এবং রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রাল।
অনুষ্ঠানে ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুষ্ঠু ভাবে এই চক্ষুশিবিরের কাজ সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন