ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে টাঙ্গাইলের বিভিন্ন যায়গায় আজও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির সাথে বইছে ঝড়ো হাওয়া। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। বিশেষ করে নদী তীরবর্তী ও পাহাড়ী এলাকার মানুষ রয়েছে আতংকে। শুক্রবার সকাল থেকে জেলার সকল উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নবী হোসেন জানিয়েছেন, গত চব্বিশ ঘণ্টায় টাঙ্গাইলে ৯৩.৬ মিলিমিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ শনিবার দুপুরে বৃষ্টির প্রকোপ অনেকটাই কমে এসেছে।
এদিকে, ঘূর্ণিঝড় ফনীর ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জনসাধারণকে সর্তক করতে মাইকিং করে প্রচারণা করা হচ্ছে। দূর্যোগ মোকাবেলায় জেলার প্রতিটি উপজেলায় পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, ফণীর আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এলাকায় মাইকিং, কন্টোল রুম খোলা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, শুকনো খাবারসহ ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে এবং আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী-উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পুরো জেলায় ফায়ার সাভিসের ১০টিম প্রস্তত রয়েছে। যদি ফণীর আঘাতে টাঙ্গাইলে ক্ষয়ক্ষতি হয় তাহলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক কাজ করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন