পরিবারিকভাবে মেনে না নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিক যুগল ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার জেলা শহরের সদর হাপাতালের অভ্যন্তরে নার্সদের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।
প্রেমিক যুগল হলেন ওই হাসপাতালের নার্স সুইটি সূত্রধর ও তার প্রেমিক তানভীর হোসেন সজীব।
হাসপাতাল সূত্রে জানা যায়, নার্স সুইটি ও সজীব দীর্ঘদিন ধরে একে অপরকে পছন্দ করে। তাদের পছন্দের বিষয়টি তাদের দুইজনের পরিবারকে তারা জানায়। কিন্তু তাদের পরিবার দুই জনকে মেনে নিতে রাজি হয়নি। এক পর্যায়ে শুক্রবার রাতে সুইটি সজীবকে ফোন করে তার কোয়ার্টারে আসতে বলে। সজীব আসলে দুইজন সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। প্রথমে ধারালো ছুরি দিয়ে সজীব সুুইটিকে ছুরিকাঘাত করে। পরে সে নিজেই ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। পরে দুইজনের আত্মচিৎকারে অন্য নার্সরা এসে দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়।
এ ঘটনা খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনসহ অন্যরা এসে পরিদর্শন করে। তাদের অবস্থা আশংকজনক হলে কত্যর্বরত চিকিসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই সুমন চন্দ নাথ জানান, প্রেমিক যুগলের আত্মহত্যার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল